Best Matrimony Service For Bangladeshis

Find Bangladeshi to marry from all around the World
























পাত্র খুঁজুন

পাত্রী খুঁজুন

লেনদেন

দি ঘটক ম্যারেজ মিডিয়া

দি ঘটক ম্যারেজ মিডিয়া, 

আমাদের মোটো - “বিয়ের সহজ সমাধান, সবখানে, সকলের”

বতর্মান ও ভবিষ্যৎ সময়ের একটি বিশ্বস্ত বিবাহের প্লাটফর্ম হিসেবে দি ঘটক-কে প্রতিষ্ঠা করতে আপনাদের সহযোগিতা কামনা করছি।  

সেবার ধারাবাহিকতা

১ ) প্রথমে পাত্র/পাত্রীর তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

২) রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে। ***

৩) তথ্য যাচাই বাছাই করার পর দি ঘটক থেকে একটি ইউনিক কোড প্রদান করা হবে। 

৪) ঐ ইউনিক কোড অনুসারে আপনি নিয়মিত পাত্র/পাত্রীর খোঁজ নিতে পারবেন।


*** বি: দ্র: আমাদের রেজিস্ট্রেশন ফি এককালীন। কোন মাসিক চার্জ বা গোপন চার্জ নেয়া হবে না। যতদিন বিবাহ না হবে, ততদিন আমরা সাপোর্ট দিব।

লক্ষ্য ও উদ্দেশ্য

আমাদের প্রধান লক্ষ্য :

১) বাংলাদেশের নাম্বর #১ ম্যারেজ মিডিয়া হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা ।


আমাদের উদ্দেশ্য :

১) পারিবারিক বিবাহ বন্ধনের পরিমাণ বাড়ানো। 

২) বিবাহের পাত্র-পাত্রী অনুসন্ধানের ক্ষেত্রে মিথ্যা-বানোয়াট তথ্যের বিরুদ্ধে সচেতনতা তৈরী করা। 

৩) যৌতুক প্রথা ও উচ্চ দেনমোহর এর বিরুদ্ধে সচেতনতা তৈরী করা। 

৪) হালাল বিবাহ বৃদ্ধি করা।

দায়িত্বশীলতা ও সাফল্য

দি ঘটক এর গ্রাহক দু’পক্ষকেই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে কিছু দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। 

যেমন :-

১) প্যাকেজ ক্রয় করে আমাদের স্বাভাবিক ব্যবসায়িক গতি ত্বরান্বিত করতে সহায়তা করুন।

২) প্রতিপক্ষ গ্রাহকদের প্রতি ভদ্রতা প্রদশর্ন করে শিষ্টাচারী হিসেবে পরিচিত হোন।

৩) যেহেতু বিবাহ সারা জীবনের সাথে ঘনিষ্ট একটি বিষয় সেহেতু ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিন।

৪) আপনার জন্য জীবনসঙ্গী খুঁজতে আমাদের সকল রুলস মোতাবেক প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে সহায়তা করুন। 


আমাদের সাফল্য: 

তখনি আমরা সফল, যখন আপনি/আপনারা সুখের সংসার করে আমাদের মঙ্গল কামনা করবেন। 

পরিচালকের কথা

দি ঘটক ম্যারেজ মিডিয়া একটি সাশ্রয়ী, সহজ ও স্মার্ট সমাধান। আমরা সবখানে, সকলের জন্য সেবার দ্বার উন্মুক্ত করেছি। ধনী-গরীব, মধ্যবিত্ত-উচ্চবিত্ত সব শ্রেণী-পেশার মানুষের জন্য আমরা আমাদের ১০০% বিশুদ্ধ সেবা নিয়ে প্রস্তুত।

 শাকিল আহমেদ ফারাজী

কেন আমরা সেরাদের সেরা?

কারণ,

আমরাই একমাত্র ম্যারেজ মিডিয়া যারা শতভাগ বিশুদ্ধতা বজায় রাখার প্রয়াসে যাচাই-বাছাই করে পাত্র/পাত্রীদের ইউনিক কোড দিয়ে থাকি।


কারণ, 

আমরা অনলাইন-অফলাইন মাধ্যমে সেবা দিয়ে থাকি। 


কারণ,

আমাদের এখানে ফেক প্রোফাইল খুবই কম। 


কারণ, 

আমরা প্রতারকদের শাস্তির আওতায় নিয়ে আসি। 


কারণ , 

আমরা সৎ ও নিষ্ঠার সাথে বিজনেস করতে বদ্ধপরিকর। 


কারণ,

আমাদের আছে দেশজুড়ে বিস্তৃত নেটওয়ার্ক। মোট ৬৫০ টি শাখা নিয়ে আমরা আমাদের কাজ শুরু করতে যাচ্ছি। ইনশাআল্লাহ।

দি ঘটক ম্যারেজ মিডিয়া

“বিয়ের সহজ সমাধান, সবখানে, সকলের”


আমাদের মূল উদ্দেশ্য সমাজের সকল শ্রেণি পেশার মানুষের জন্য একটি বিশ্বস্ত ও নির্ভরশীল ম্যারেজ মিডিয়া হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা। বর্তমান এই ব্যস্ততার যুগে দৈনন্দিন কাজের পিছে সময় দিতে দিতে আমরা ক্লান্ত। ব্যস্ততার মাঝে ঘটকদের কাছে যাওয়ার সময়ই পাই না বা গেলেও ম্যাচিং না হবার সমস্যা এবং দুষ্ট ঘটকদের প্রতিনিয়ত টাকার চাহিদায় বিরক্তি চলে আসে। এভাবেই দিনের পর দিন বিয়ের বয়স বেড়েই যাচ্ছে।


বয়স বেশি হলে বিয়ের পরে বেশিরভাগ মেয়েদের ডিম্বানুর সক্ষমতা কমে আসে ফলে বাচ্চাকাচ্চা হতেও লেট হয়। পক্ষান্তরে, পূরুষের বয়স বাড়ার সাথে সাথে টেস্টোস্টেরন হরমোন কমতে থাকে, ফলে পৌরষত্ব দিন দিন কমতে থাকে।


এখন দি ঘটক তাহলে আপনাকে আজই বিয়ে করতে বলছে কি??? না। তা নয়, আজই বিয়ে করতে হবে না, আজ রেজিস্ট্রেশন করুন। আপনার বায়োডাটা দিবেন, আমরা ভেরিফাই করব, আপনার পছন্দ অপছন্দ শুনবো, তারপর আপনার বিয়ের জন্য উপযুক্ত জীবনসঙ্গী খোঁজার দায়িত্ব আমরা নিব।


বিয়ে সহজ বিষয় নয়, আপনার যাকে পছন্দ হলো, সে আপনাকে পছন্দ নাও করতে পারে। তাই আপনার বায়োডাটা জমা দিয়েই সাথে সাথে বিয়ে করতে চাইলে আপনি দূরে সরেন ভাই। সময় লাগবে। এতো সহজ না, সময় দিতেই হবে। ৭ দিন থেকে ৩০ দিন বা তারও বেশি বা ১ বছর।


আর আমরা আপনাকে সাহায্য বিনামূল্যে করব না। তবে আপনার থেকে আমরা প্রতিনিয়ত টাকাও চাইব না। একবার টাকা দিবেন, হিসাব শেষ, কারণ আমাদের প্যাকেজগুলো এককালীন। আর প্যাকেজের মেয়াদ: যতদিন না আপনার বিবাহ না হবে ততদিন পর্যন্ত। আর বিয়ের পরে ইচ্ছা হইলে হাদিয়া দিবেন, না দিলে না দিবেন।


অনেকে আছেন, যারা প্যাকেজ না কিনে ফ্রি-তে সেবা পেতে ইচ্ছুক। তাদের কাছে আমার আবদার:  ১ বস্তা সিমেন্ট মাথায় নিয়ে সারাদিন ঘুরবেন, বিনিময়ে দিন শেষে টাকা না নিয়ে একটা শুকনো ধন্যবাদ নিবেন। কেমন লাগবে???


আপনার বায়োডাটা নিয়ে কাজ করতে গিয়ে আমাদের অফিস ভাড়া, কর্মীদের বেতন বোনাস ইত্যাদি দিতে হবে। তাই যাদের জরুরী বিয়ে করা দরকার তারা নিজ উদ্দ্যেগে প্যাকেজ কিনবেন। আমাদের উদ্দেশ্য আপনাদের বিবাহ দ্রুত সম্পাদন করা, আমরা কমিটেড।


আমরা সমাজের ৪ টি অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে আমাদের প্যাকেজ সাজিয়েছি, যাতে সামাজিক ভারসাম্য বজায় থাকে। দরিদ্র, মধ্যবিত্ত, ধনী, উচ্চবিত্ত এই চারটি নামে প্যাকেজ চলমান।