১. দি ঘটক কী?
উত্তর: দি ঘটক একটি অনলাইন-অফলাইন ম্যারেজ মিডিয়া, যেখানে আপনি নিজে নিজের বায়োডাটা তৈরী করতে পারবেন। পাত্র বা পাত্রী খুঁজে বায়োডাটা আদান-প্রদান করতে পারবেন এবং নিরাপদে একে অপরের সাথে যোগাযোগ করতে পারেন।
২. কীভাবে রেজিস্ট্রেশন করবো?
উত্তর: আমাদের ওয়েবসাই www.theghotok.com এ প্রবেশ করার পর “রেজিষ্ট্রেশন” লেখা বাটনে ক্লিক করে সহজেই রেজিস্ট্রেশন করতে পারেন।
ভিডিও দেখে শিখে নিতে পারেন : ইউটিউব লিংক - https://youtu.be/b7orlzBN-Ps?t=188&si=WCa6GDbli4Gqh6bq
৩. রেজিস্ট্রেশন কি ফ্রি?
উত্তর: হ্যাঁ, রেজিস্ট্রেশন একেবারেই ফ্রি। তবে প্রিমিয়াম প্যাকেজ ক্রয় করলে আপনি বেশি সুবিধাসহ ব্যবহার করতে পারবেন।
৪. বায়োডাটা কীভাবে জমা দেব?
উত্তর: রেজিস্ট্রেশনের পর লগইন করে আপনার তথ্য দিয়ে নিজে নিজে বায়োডাটা তৈরি করতে পারবেন।
৫. প্রিমিয়াম প্যাকেজে কী সুবিধা আছে?
উত্তর:
অন্য মেম্বারদের ফোন নাম্বার/যোগাযোগ তথ্য দেখার সুযোগ পাবেন।
সরাসরি মেসেজ দেয়ার সুযোগ পাবেন।
বায়োডাটার বিশ্বস্ততা তৈরী হবে।
অনাকাক্ষিত আচরণকারী অন্য গ্রাহকদের ব্লক করার সুযোগ পাবেন।
প্রিমিয়াম বায়োডাটা অনুসন্ধান করার সুযোগ পাবেন।
৬. পেমেন্ট কীভাবে করবো?
উত্তর: শুধূ বিকাশ- এর মাধ্যমে পেমেন্ট করা যায়। পেমেন্ট ডিটেইলস ওয়েবসাইটে দেয়া আছে।
৭. আমার বায়োডাটা কবে এপ্রুভ হবে?
উত্তর: সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে আপনার বায়োডাটা যাচাই করে এপ্রুভ করা হয়।
৮. বায়োডাটা খুঁজতে হলে কী করবো?
উত্তর: প্রিমিয়াম মেম্বাররা ওয়েবসাইটে লগইন করলে আপনার পছন্দ অনুযায়ী ফিল্টার করে অটোমেটিক সাজেশন পাবেন। এছাড়াও আরও সুস্পষ্টভাবে সার্চ করেও বায়োডাটা খুঁজে নিতে পারবেন।
৯. অন্যদের সাথে কিভাবে যোগাযোগ করবো?
উত্তর: প্রিমিয়াম প্যাকেজ নিলে আপনি সরাসরি মোবাইল নম্বর দেখতে ও যোগাযোগ করতে পারবেন।
১০. আমার তথ্য কি গোপন রাখা হবে?
উত্তর: হ্যাঁ, আপনার অনুমতি ছাড়া কেউ আপনার ব্যক্তিগত তথ্য দেখতে পারবে না।
১১. আমি এজেন্ট হতে চাই। কীভাবে হবো?
উত্তর: এজেন্ট হওয়ার জন্য নির্ধারিত ফর্ম পূরণ করুন অথবা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন।
১২. এজেন্টদের জন্য কী সুবিধা আছে?
উত্তর:
এলাকার একমাত্র অনুমোদিত প্রতিনিধি হওয়া
CUG সিম ও ব্র্যান্ডেড পেইজ
কমিশন ভিত্তিক ইনকাম
প্রশিক্ষণ ও টুলস সাপোর্ট
১৩. আমার একাউন্টে সমস্যা হলে কাকে জানাবো?
উত্তর: আমাদের হেল্পলাইন বা হোয়াটসঅ্যাপে ইনবক্সে বিস্তারিত লিখে জানাতে পারেন।
১৪. কি ধরনের পাত্র/পাত্রী পাওয়া যায়?
উত্তর: শিক্ষিত, চাকরিজীবী, ব্যবসায়ী, প্রবাসী, ডিভোর্সি, বিধবা, পুনর্বিবাহযোগ্য ইত্যাদি সব ধরনের পাত্র-পাত্রী রয়েছে।
১৫. কি ধরনের বিয়ে পরিচালনা করেন?
উত্তর:
প্রথম বিয়ে
দ্বিতীয় বিয়ে
ডিভোর্সি বিয়ে
প্রবাসী বিয়ে
বিধবা/বিপত্নীক বিয়ে
১৬. কতদিনের মধ্যে বিয়ের প্রস্তাব আসে?
উত্তর: এটা সম্পূর্ণ নির্ভর করে প্রোফাইলের মান, একটিভিটি এবং আপনার পছন্দের পরিধির উপর।
১৭. আমি কীভাবে জানবো কে আমার প্রোফাইল দেখছে?
উত্তর: আপনি প্রিমিয়াম সদস্য হলে ড্যাশবোর্ডে “Viewed By” অপশনে দেখতে পারবেন।
১৮. মোবাইল অ্যাপ আছে কি?
উত্তর: হ্যাঁ, আমরা Android অ্যাপ চালু করছি। আপডেটের জন্য ওয়েবসাইট ফলো করুন। ডাউনলোড করতে ক্লিক করুন এখানে ।
১৯. আমার বায়োডাটা মুছে ফেলতে চাই। কীভাবে সম্ভব?
উত্তর: লগইন করে “Delete Profile” অপশন ব্যবহার করুন অথবা আমাদেরকে ইনবক্সে জানান।
২০. আমি বাংলা ভাষায় ব্যবহার করতে চাই, কীভাবে করবো?
উত্তর: আমাদের সাইট বাংলা ও ইংরেজি উভয় ভাষা সাপোর্ট করে। উপরে ভাষা বেছে নিতে পারবেন।
২১. প্রোফাইল এপ্রুভ না হলে কি করবো?
উত্তর: যদি আপনার বায়োডাটা ২৪ ঘণ্টার মধ্যে এপ্রুভ না হয়, ইনবক্সে আমাদের সাপোর্ট টিমকে জানান বা হেল্পলাইন নম্বরে কল করুন।
২২. আমি পাত্র/পাত্রীকে ইনবক্স পাঠাতে পারব?
উত্তর: শুধু প্রিমিয়াম গ্রাহকেরা নির্দিষ্ট প্রোফাইলের অনুমতিসাপেক্ষে ইনবক্স করতে পারেন।
২৩. আমার ছবি কেন দরকার?
উত্তর: প্রতারণা ঠেকানোর জন্য প্রোফাইল যাচাই ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে পরিষ্কার ছবি আবশ্যক।
২৪. প্রোফাইল কতদিন অ্যাকটিভ থাকে?
উত্তর: সাধারণত ফ্রি প্রোফাইল ১ মাস অ্যাকটিভ থাকে। এবং প্রিমিয়াম প্রোফাইল মেয়াদ শেষের আগেই প্রয়োজনে রিনিউ করতে হয়।
২৫. আমি একাধিক বায়োডাটা জমা দিতে পারি?
উত্তর: না, একজন ব্যবহারকারীর জন্য একটি একাউন্ট ও একটি বায়োডাটা অনুমোদিত।
২৬. ডিভোর্সি বা পুনর্বিবাহের জন্য কী বিশেষ সুবিধা আছে?
উত্তর: হ্যাঁ, আমাদের কাছে ডিভোর্সি, বিধবা এবং পুনর্বিবাহযোগ্যদের জন্য আলাদা ফিল্টার ও বিশেষ পাত্র/পাত্রী রয়েছে।
২৭. আমি প্রবাসে থাকি, কি সুবিধা পাবো?
উত্তর: প্রবাসীদের জন্য পৃথক ক্যাটাগরিতে পাত্র/পাত্রী রয়েছে এবং আপনার সুবিধামতো যোগাযোগের সুযোগ থাকবে।
২৮. আমি মুসলিম, কি শুধু মুসলিম প্রোফাইলই দেখতে পারবো?
উত্তর: আপনি আপনার পছন্দ অনুযায়ী ধর্ম, জেলা, বয়স, পেশা ইত্যাদি দিয়ে বায়োডাটা ফিল্টার করতে পারবেন।
২৯. রেফারেন্স বা পরিচিতি দিলে কি কোনো ছাড় আছে?
উত্তর: না
৩০. আমার বায়োডাটা অন্য কেউ ব্যবহার করছে। কী করবো?
উত্তর: অবিলম্বে আমাদেরকে জানান। যাচাই করে আমরা ব্যবস্থা নেব।
৩১. মোবাইল নম্বর বদলাতে চাই। কিভাবে করবো?
উত্তর: লগইন করে প্রোফাইল সেটিংস থেকে মোবাইল নম্বর আপডেট করতে পারেন, অথবা আমাদের সাপোর্টে জানান।
৩২. পাসওয়ার্ড ভুলে গেলে?
উত্তর: "Forgot Password" অপশন থেকে ইমেইল বা মোবাইলে OTP নিয়ে নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন।
৩৩. পাত্র/পাত্রী দেখার জন্য টাকা দিতে হয়?
উত্তর: সাধারণ প্রোফাইলে নাম ও বেসিক তথ্য দেখা যাবে। পূর্ণ প্রোফাইল ও যোগাযোগের জন্য প্রিমিয়াম প্যাকেজ ক্রয় করতে হবে।
৩৪. পাত্র/পাত্রী পছন্দ হলে বিয়ের সব ব্যবস্থা করে দিবেন?
উত্তর: আমরা পরিচয়ের মাধ্যমে দুপক্ষকে সংযুক্ত করি। বিয়ের আয়োজন ও আনুষ্ঠানিকতা উভয় পরিবারের মাধ্যমেই সম্পন্ন করতে হবে।
৩৫. আমি সাইট ব্যবহার করতে পারছি না। কি করবো?
উত্তর: ব্রাউজার আপডেট করুন, কুকি ক্লিয়ার করুন বা বিকল্প ডিভাইস ব্যবহার করে দেখুন। সমস্যা থাকলে হেল্পলাইনে জানান।
৩৬. সাইটে বাংলা টাইপ করতে পারবো?
উত্তর: হ্যাঁ, সাইটে বাংলা টাইপ সাপোর্ট করে। চাইলে ফোনে বিজয় বা অভ্র কিবোর্ড ব্যবহার করতে পারেন।
৩৭. বায়োডাটা পিডিএফ আকারে ডাউনলোড করা যাবে?
উত্তর: হ্যাঁ, আপনার নিজের ও দেখা বায়োডাটা আপনি PDF আকারে সংরক্ষণ করতে পারবেন।
৩৮. ফেসবুক পেইজ ছাড়া অন্য মাধ্যম আছে?
উত্তর: হ্যাঁ, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ, ইমেইল ও হটলাইন রয়েছে।
৩৯. আমার জেলা/উপজেলায় কি অফিস বা এজেন্ট আছে?
উত্তর: আমাদের প্রতিটি উপজেলা/জেলায় এজেন্ট নিয়োগ চলছে। খোঁজ নিতে আমাদের ইনবক্স করুন।
৪০. বিয়ের জন্য কতটা গ্যারান্টি দেন?
উত্তর: আমরা গ্যারান্টি দিতে পারি না, তবে সর্বোচ্চ চেষ্টা করি নিরাপদ ও মানসম্পন্ন পরিচয়ের সুযোগ দিতে।
৪১. রেজিস্ট্রেশন করার পর কী পরবর্তী ধাপ?
উত্তর: রেজিস্ট্রেশন শেষে আপনাকে লগইন করে বায়োডাটা পূর্ণ করতে হবে। সম্পূর্ণ ও ভেরিফায়েড হলে তা ভালো রেসপন্স এনে দিতে পারে।
৪২. প্রোফাইলে কোন কোন তথ্য দিতে হয়?
উত্তর: নাম, বয়স, উচ্চতা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, পেশা, ঠিকানা, ছবি, পারিবারিক তথ্য, পছন্দের বৈশিষ্ট্য ইত্যাদি।
৪৩. ছবি না দিলে কি বায়োডাটা এপ্রুভ হবে না?
উত্তর: ছবি ছাড়া সাধারণত বায়োডাটা অনুমোদিত হয় না, কারণ তা যাচাই ও বিশ্বাসযোগ্যতার জন্য অপরিহার্য।
৪৪. ছবি কি সবাই দেখতে পারবে?
উত্তর: না, আপনি চাইলে প্রাইভেসি সেটিংস থেকে কারা আপনার ছবি দেখতে পারবে তা নিয়ন্ত্রণ করতে পারেন।
৪৫. ফ্রি একাউন্টে কতগুলো বায়োডাটা দেখা যাবে?
উত্তর: সীমিতসংখ্যক প্রোফাইল দেখা যাবে। যোগাযোগের জন্য প্রিমিয়াম অ্যাক্সেস প্রয়োজন।
৪৬. ফ্রি একাউন্ট থেকে প্রিমিয়ামে আপগ্রেড করতে কত সময় লাগে?
উত্তর: পেমেন্ট নিশ্চিত হওয়ার পর সয়ংক্রিয়ভাবে একাউন্ট প্রিমিয়ামে রূপান্তরিত হয়।
৪৭. আমি পাত্রীর অভিভাবক, আমার পক্ষ থেকে একাউন্ট খুলতে পারি?
উত্তর: অবশ্যই। আপনি পাত্র/পাত্রী বা অভিভাবক যেকোনো পক্ষ থেকে প্রোফাইল তৈরি করতে পারেন।
৪৮. আমি প্রোফাইলে পরিবর্তন করতে চাই। কীভাবে করবো?
উত্তর: লগইন করে “My Profile” অপশনে গিয়ে যেকোনো তথ্য আপডেট করতে পারবেন।
৪৯. আমি অন্য জেলার পাত্রী খুঁজছি, কীভাবে ফিল্টার করবো?
উত্তর: অনুসন্ধান অপশন থেকে জেলা, ধর্ম, বয়স, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি দিয়ে ফিল্টার করুন।
৫০. পাত্রের ইনকাম তথ্য কি আবশ্যক?
উত্তর: হ্যাঁ, এটি প্রোফাইল যাচাই ও বিশ্বাসযোগ্যতার জন্য গুরুত্বপূর্ণ। আপনি চাইলে ইনকাম রেঞ্জ দিতে পারেন।
৫১. বায়োডাটা এডমিন কিভাবে যাচাই করে?
উত্তর: দেওয়া তথ্য, ছবি, মোবাইল নাম্বার এবং প্রোফাইলের প্রাসঙ্গিকতা যাচাই করে এডমিন অনুমোদন করে থাকেন।
৫২. ভুয়া প্রোফাইল শনাক্ত হলে কী করবো?
উত্তর: প্রোফাইলের নিচে থাকা “Report” বাটনে ক্লিক করুন অথবা আমাদের ইনবক্সে রিপোর্ট করুন।
৫৩. কি রেফারেন্স ছাড়া রেজিস্ট্রেশন করা যাবে?
উত্তর: হ্যাঁ, রেফারেন্স ছাড়াও রেজিস্ট্রেশন করা যাবে। তবে রেফারেন্স থাকলে যাচাই দ্রুত হয়।
৫৪. আমার মেয়ে অনার্সে পড়ে, এখনি রেজিস্ট্রেশন করা যাবে?
উত্তর: হ্যাঁ, চাইলে আগাম রেজিস্ট্রেশন করা যাবে এবং পরে প্রোফাইল আপডেট করে নেয়া যাবে।
৫৫. সাইটে লাইভ চ্যাট আছে কি?
উত্তর: আমাদের ওয়েবসাইটে বর্তমানে লাইভ চ্যাট চালু নেই, তবে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করা যায়।
৫৬. কি বাংলা ছাড়া ইংরেজি ভাষা সাপোর্ট করে?
উত্তর: হ্যাঁ, ওয়েবসাইট ইংরেজি ও বাংলা উভয় ভাষায় ব্যবহারযোগ্য।
৫৭. প্রিমিয়াম মেয়াদ শেষ হলে কি হবে?
উত্তর: মেয়াদ শেষ হলে প্রোফাইল স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে। চাইলে পুনরায় পেমেন্ট করে আপগ্রেড করতে পারবেন।
৫৮. আমি শুধু ডাক্তার পাত্র খুঁজছি, এটা কীভাবে সম্ভব?
উত্তর: সার্চ ফিল্টারে পেশা সিলেক্ট করে ডাক্তারদের প্রোফাইল ফোকাস করে খুঁজতে পারবেন।
৫৯. আপনারা কি বাড়িতে গিয়ে বিয়ে ঠিক করে দেন?
উত্তর: না, আমরা শুধুমাত্র পরিচয়ের প্ল্যাটফর্ম। বিস্তারিত আলোচনা ও চূড়ান্ত সিদ্ধান্ত পরিবার নিয়েই করবেন। তবে আপনার উপজেলা এজেন্ট বাড়তি ফি নিয়ে হোম ভিজিট করতে পারেন। নিকটস্থ এজেন্ট এর সাথে যোগাযোগ করুন।
৬০. দি ঘটক কীভাবে আলাদা?
উত্তর:
প্রতিটি উপজেলায় এজেন্ট
বাংলাদেশে প্রথম CUG ভিত্তিক ঘরোয়া ঘটক সার্ভিস
অনলাইন + অফলাইন সমন্বিত ব্যবস্থা
অভিভাবক ও প্রফেশনালদের জন্য নির্ভরযোগ্য পরিচয়ের মাধ্যম
Go to Home Page 🔙